Digital বা ICT Based বাংলাদেশে হালনাগাদ তথ্য প্রাপ্তি প্রত্যেক নাগরিকের একটি স্বীকৃত অধিকার। যে কোন প্রতিষ্ঠানের Dynamic (বা গতিশীল ) Website এই স্বীকৃত অধিকারের সফল প্রাপ্তিকে শাণিত করে । তাই অন্য আনেক প্রতিষ্ঠানের মত ১৯২২ সালে প্রতিষ্ঠিত ফেনী সরকারি কলেজে পূর্ব থেকেই Dynamic Website অস্তিত্বমান আছে। বর্তমানে বিদ্যমান website -এর হালনাগাদকরণ এবং Mobile Version আত্ন প্রকাশিত হতে যাচ্ছে ।
ফেনী সরকারি কলেজের Dynamic Website ও এর নবীন সংস্করণ Mobile Version ফেনী সরকারি কলেজবিষয়ক এবং শিক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য ও সেবা অনুসন্ধিৎসু শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ আগ্রহী ব্যক্তিবর্গের দোরগোড়ায় পৌঁছে দেবে।
Digital Bangladesh - এর সহিত সাযুজ্য সাধনকারী অধ্যক্ষ মহোদয়ের মহৎ কর্মোদ্যোগ ইতোমধ্যে I CT-ফলভোগকারী অগ্রসরমান জনগোষ্ঠীর আগ্রসরমানতাকে অব্যাহত রাখবে ।
এ কলেজের Website দ্বারা শিক্ষার্থীসহ সকলে Updated থাকুক এমন প্রতীতি প্রকাশ করছি ।