ফেনী কলেজ লাইব্ৰেরি প্ৰশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। লাইব্ৰেরিতে প্ৰতিটি বিভাগের জন্য আলাদা আলাদা তাকে বই রাখা আছে এবং পড়ার জন্য একটি রিডিং রুম রয়েছে। ছাত্ৰীদের জন্য পৃথক কমন রুম আছে। ফেনী কলেজ লাইব্ৰেরিতে বইয়ের সংখ্যা প্ৰায় দশ হাজার।